কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানি সামান্য হ্রাস পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদ-নদীর অববাহিকার প্রায় ২ হাজার হেক্টর জমির আমন ক্ষেত গত ৪ দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে।
এছাড়া, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষজনের।
অন্যদিকে, পানি কমার সাথে সাথে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার নদের ২০টি পয়েন্টে শুরু হয়ে তীব্র নদী ভাঙন। ভাঙনের মুখে পড়েছে ঘর-বাড়ি, ফসলি জমিসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। ভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।