মুক্তকণ্ঠ২৪ ডেস্ক:
কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। শ্রীলেখা পশ্চিমবঙ্গের বরাহনগরে রবিবার সিপিএমের পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন।
তার পরেই প্রশ্ন উঠেছে, শ্রীলেখা এবার রাজনীতিতেও? প্রশ্ন শুনেই হাসি। তার পরেই পাল্টা প্রশ্ন, ‘মনে হচ্ছে তাই? তাহলে তাই-ই…।’
এর পরেই অবশ্য শ্রীলেখা বললেন, ‘‘আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। সে কথা প্রথম প্রকাশ্যে আসে সৌরভ পালধির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে যোগ দেয়ার পর। বাম নেতারাও জানেন, আমার সমর্থন রয়েছে তাদের প্রতি।’
অনেকেই যখন হয় শাসক দল, নয় প্রধান বিরোধী দলে নাম লেখাচ্ছেন, সেখানে শ্রীলেখা কি উল্টো হাওয়ার পন্থী?
তার অকপট উত্তর- ‘হঠাৎ করে নিজেকে সবুজ বা গেরুয়া রঙে রাঙিয়ে নেয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। শিক্ষার প্রয়োজন তার জন্য । কারণ, এটি ভীষণ শিক্ষিত রাজনৈতিক দল ।’
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।