মুক্তকণ্ঠ২৪ ডেস্ক:
মিডিয়ায় মুমতাহিনা চৌধুরী টয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়েই । এরপর ব্যস্ত হয়ে পড়েন নাটকে অভিনয় নিয়েই । মাঝে বিজ্ঞাপনের কাজে বিরতি পড়েছিল করোনাভাইরাসসহ অন্যান্য কাজের ব্যস্ততার কারণে।
বর্তমানে হাবিব শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে অভিনয় করছেন টয়া। কিছুদিন আগে রাকেশ বসুর পরিচালনায় ‘শেষ থেকে শুরু’ এবং রতন হাসানের পরিচালনায় ‘শুনতে চাও তুমি’ নামের দুটি একখণ্ডের নাটকে অভিনয় করেছেন।
সেই বিরতি কাটিয়ে চলতি সপ্তাহে নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এ অভিনেত্রী।
সাবরিনা আইরিনের পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে টয়া বলেন, ‘মডেলিংয়ের কাজ করতে আগে থেকেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন এ বিজ্ঞাপন একটি ওয়েবসাইটের প্রচারণার। আশা করছি দর্শকের চোখে পড়বে কাজটি। করোনার প্রকোপ না থাকলে এরই মধ্যে আরও কিছু বিজ্ঞাপনে কাজ করতাম।’
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।