চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম যোগদান করেছেন। রোববার (০১ মার্চ) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরআগে লক্ষ্মীপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। লক্ষ্মীপুরে যোগদানের আগে পুলিশের এই কর্মকর্তা নরসিংদী জেলার রায়পুরা থানায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলায় ।
এক স্বাক্ষাতকারে পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম চন্দ্রগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহায়তা কামনা করে বলেন, অপরাধ দমন করা এবং জনগণের সেবা করাই পুলিশের ধর্ম। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে যে কোনো ধরণের অপরাধ দমনে সচেষ্ট থাকবো। মিষ্টভাষী এই পুলিশ অফিসার ২০১০ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।