ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনের জাকেরের সুরা থেকে রামনগর পর্যন্ত সাত কিলোমিটার খাল খনন প্রকল্পটি বিভিন্ন এলাকায় ব্যাক্তিমালিকানাধীন জায়গায় নেয়া হয়েছে দাবী করে সরকারী নীতিমালানুযায়ী ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। তাদের দাবী খালের প্রকৃত জায়গা বাদ রেখে ব্যাক্তিমালিকানার জায়গা দিয়ে খাল খননের চেষ্টা করছে একটি মহল। বিষয়টি উচ্চ আদালতে গড়ালে উচ্চ আদালত আগামী এক মাসের মধ্যে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমঝোতার নির্দেশনা দিয়েছে বলেও জানান তারা।
সরকারের খাল খনন কাজকে স্বাগত জানিয়ে স্থানীয়রা দাবী করছেন, খালটি কালের পরিক্রমায় অনেক দুরে সরে এসে বর্তমানে ব্যাক্তি মালিকানাধীন জমিতে নাল হিসেবে অবস্থান করছে। আর স্থানীয় ভূমি মালিকদের সাথে কোন ধরনের পরামর্শ ছাড়াই সেখানেই নেয়া হয়েছে প্রকল্প। ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার শংকায় রয়েছেন ভূমি মালিকরা। তাদের দাবী, খালটি খননন করতে গিয়ে ধ্বংস করা হচ্ছে দুই ও তিন ফসলী জমি।
রোববার দুপুরে চরভদ্রাসনের দবির উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়া চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান মো. আজাদ খাঁন, ভূমি মালিক লিটন শেখ, মুন্নাফ মোল্লা, ঝর্না বেগম, হালিম খাঁন, মো. জালাল উদ্দিন ফকিরসহ অন্যান্যরা জানান। বাধ্য হয়ে এলাকাবাসীর ন্যায্যদাবী আদায়ে উচ্চ আদালতের স্মরণাপন্ন হওয়ার পর মহামান্য আদালত একমাসের মধ্যে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌছানোর নির্দেশনা দিয়েছেন।
এলাকাবাসী খাল খননে বিপক্ষে নন, তবে নিয়ম ও নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরন দাবী তাদের। অন্যথায় অনেককে পথে বসতে হবে বলে দাবী করেছেন তারা।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।