নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ডেকেছে আজ বৃহস্পতিবার বিকেলে। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হবে।
ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।
মিন্টু জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবারের বৈঠকে একদাশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি ঠিক করা হবে বলেও জানান মিন্টু।