মুক্তকণ্ঠ২৪ ডেস্ক:
গতকাল রোববারের চেয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ অঞ্চলে আজকের দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ। ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।