পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি জুয়েল প্যাদার ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে।উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে বরিশাল মেডিকেলে। ডান হাত ও দুই পায়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে বাম হাত কেটে ফেলেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া হাওলাদারের বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমর ঘটনার পরপরই ঘটনাস্থল টিয়াখালীতে অভিযান চালিয়েছি। বর্তমানে আমাদের অভিযান চলছে। এখন পর্যন্ত কোনও অভিযোগ আমাদের কাছে দেয় নাই, অভিযোগ পেলে মামলার কথা জানালেন তিনি।
স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।