মুক্তকণ্ঠ২৪ ডেস্ক:
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি ও মোহাইমিনুল ইসলাম সিফাতের খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সেই সাথে স্থগিত করা হয়েছে তার অর্থদণ্ডও।
বুধবার (৪ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি করে এই আদেশ দেন।
আদালতে মিন্নির পক্ষে যুক্ত ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও নাজমুস সাকিব। আর সিফাতের পক্ষে ছিলেন আইনজীবী বদিউজ্জামান তরফদার।
গেল ৬ অক্টোবর মিন্নির খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। আর, ১৩ অক্টোবর আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান ও মো. রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
এর আগে, ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বরগুনার একটি আদালত।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে সকাল সাড়ে ১০টার দিকে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে।এরপর বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।পরে রিফাতের বাবা দুলাল শরীফ বরগুনা থানায় নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের নামসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।এ মামলায় নিহত রিফাতের বাবা প্রথমে মিন্নিকে প্রধান সাক্ষী করেছিলেন।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।