লক্ষ্মীপুর ব্যুরো:
লক্ষ্মীপুরের গোপীনাথপুরে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় ৮ জন আহত হয়েছে। আহত মো. মাসুম, মো. শরীফ, মো. সোহেল ও জুয়েল চৌধুরী সহ ৫ জন কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদেরকে স্থানীয় বাজারে চিকিৎসা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় পালের হাট বাজারে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার দুপুরে সাজু ও রাজুর নেতৃত্বে ২০/২১ জনের একদল সন্ত্রাসী মাসুম ও তার লোকজনের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সোহেল, জুয়েল, শরীফ সহ ৮ জনকে বিভিন্ন অস্ত্র নিয়ে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
এসময় তাদের সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং গলাটিপে প্রাণে হত্যার চেষ্টা করে। পরে অবস্থার অবনতি দেখে আশে পাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে সিএনজি যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। অন্য আহতদেরকে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।
ভুক্তভোগী মোহাম্মদ মাসুম আজ বৃহস্পতিবার সকালে কয়েকজন সাংবাদিকদের জানান, এঘটনায় আমাদের প্রতিপক্ষ আমাদেরকে জড়িয়ে থানায় মামলা দায়ের করলেও, থানায় আমাদের মামলা নেয়া হয়নি। পুলিশ প্রশাসনের নিকট আমাদের মামলাটি গ্রহণ করে সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো জানান, ফরিদ ভাইকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কেউ এই সুযোগ কাজে লাগিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বরং ফরিদ ভাই থাকাতে আমাদের কোন লোকজন হামলা করেননি। আমাদের প্রতিপক্ষ জামাত শিবিরের উশৃংস্খল সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতে আমাদের উপর হামলা করে।
এ ব্যাপারে ওসি আজিজুর রহমান জানান, তারা আমাদের কাছে আসেনি, আসলেই আমি মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।