মুক্তকণ্ঠ২৪ ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা। তবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড সফরের আগে এখানকার পরিস্থিতি দেখার জন্য দু’জন পর্যবেক্ষক পাঠিয়েছে।
তাদের একজন ক্রিকেট উইন্ডিজের মেডিকেল প্যানেলের সদস্য ও বোর্ড পরিচালক ড. অক্ষয় মানসিং। অপরজন পল স্নোয়ি, যিনি উইন্ডিজের বোর্ডের নিরাপত্তা ম্যানেজার।
শনিবার বাংলাদেশে পা রাখেন তারা। ক্যারিবীয়দের সফরের ভাগ্য নির্ধারণ করবেন তারাই। করোনা মহামারির কারণে বাংলাদেশ মার্চের পর কোনো আন্তর্জাতিক ম্যাচে নেই।
সিরিজের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন ১লা ডিসেম্বর। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেছেন তারা। পাঁচ দিনের এই সফরে ডা. মানসিং ও ম্যানেজার পল স্নোয়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোভিড-১৯ ব্যবস্থাপনা থেকে শুরু করে ভেন্যু পরিদর্শন, ম্যাচ পরিচালনা ও ম্যাচ সিনারিও পর্যবেক্ষণ করেছেন। আগামীকাল দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।
আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। সেই কারণেই বাংলাদেশে করোনা পরিস্থিতি, ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা ও ভেন্যুগুলোর পর্যবেক্ষণ করেছেন তারা।
কোয়ারেন্টিন পালন শেষে ৩০শে নভেম্বর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পরিদর্শনে যায় উইন্ডিজ পর্ববেক্ষক দল।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।