মুক্তকণ্ঠ২৪ ডেস্ক:
সারাদেশে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। ইভিএমে ৫টি ধাপে সম্পন্ন করা হবে ভোট কার্যক্রম। নির্বাচন কমিশন (ইসি) এবার ইভিএম পদ্ধতিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসব জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
গণপ্রতিনিধিত্ব আদেশে সামান্য সংশোধন আনা হচ্ছে বলেও এসময় জানান তিনি।
৩৩০টি পৌরসভার মধ্যে ২৫৯টি পৌরসভায় নির্বাচন করতে কোন বাঁধা নেই বলেও জানানো হয়। তবে এসব পৌরসভার মেয়াদ বিভিন্ন সময়ে শেষ হবে বলে পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সীমানা জটিলতা ও মামলাজনিত কারণে আপাতত নির্বাচন হচ্ছে না ৩৮ পৌরসভায়। আইন অনুযায়ী পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর বিভিন্ন জায়গায় সংশোধনের কথা বললেও সেখান থেকে সরে এসেছে কমিশন। এখন শুধুমাত্র বাংলায় করা হচ্ছে আরপিও। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে রাজনৈতিক দলের নিবন্ধন আইন সরিয়ে আলাদাভাবে আইন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
উল্লেখ্য, ২০১৫ সালে ২৪ নভেম্বর সর্বশেষ ঘোষণা করা হয় পৌর নির্বাচনের তফসিল। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ২৩৪টি পৌরসভায় ভোট হয়। মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় বাকিগুলোয় পরে ভোট হয়।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।