মুক্তকণ্ঠ২৪ ডেস্ক:
রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ষাট দশকের ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তন্দ্রা মজুমদার সুজাতা ।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বলেন, ‘আজ সকালে ম্যাডাম হার্ট অ্যাটাক করে সিসিইউতে ভর্তি হয়েছেন। তাকে দুদিন পর্যবেক্ষণে রাখা হবে আপাতত। সবাই দোয়া করবেন।’
১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।
সুজাতা কর্মজীবনের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন। ১৯৬৩ সালে সালাউদ্দিনের পরিচালনায় সুজাতা ‘ধারাপাত’ সিনেমায় অভিনয় করেন। নারী কেন্দ্রীয় চরিত্রে প্রথম কাজী খালেক পরিচালিত ‘মেঘ ভাঙা রোদ’ চলচ্চিত্রে অভিনয় করেন, তবে ১৯৬৫ সালে ‘রূপবান’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। এই সিনেমার জন্য তাকে বলা হয় ‘রূপবানকন্যা’।
সুজাতার জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ‘অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এতটুকু আশা’, ‘আয়না’, ‘অবশিষ্ট’, ‘ছুটির ঘণ্টা’, ‘আলোর মিছিল’, ‘গাজী কালু চম্পাবতী’ প্রভৃতি।
নিয়মিত সকল সংবাদ পেতে মুক্তকন্ঠ২৪.কম এর ফেইসবুকে যুক্ত থাকুন।